বিইউবিটিতে হবে ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’। আগামী ২০ ডিসেম্বর ( শনিবার) বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতাটি আয়োজিত হবে। বিইউবিটি এর আগে ২০১৪, ২০২১ ও ২০২৫ সালে সফলভাবে আয়োজন করেছিল।
এটি দেশের সর্ববৃহৎ প্রোগ্রামিং ভিত্তিক প্রতিযোগিতা, যেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। এবারের প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৫ হাজার ৫০০ শিক্ষার্থীদের মধ্যে থেকে ১২৬ প্রতিষ্ঠানের নির্বাচিত ৩১৩ টিমের ৯৩৯ জন শিক্ষার্থী অংশ নিবেন।
বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী।
লিখিত বক্তব্য উপাচার্য বলেন, ‘এই প্রতিযোগিতার মুল লক্ষ্য হলো সারা দেশ থেকে সেরা প্রোগ্রামারদের খুঁজে বেড় করা এবং তাদের মেধা বিকাশের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া।’
তিনি আরও জানান, এবারের আয়োজনে সারা দেশ থেকে রেকর্ড সংখ্যক প্রতিযোগিতা অংশ নিচ্ছে। মোট ৩১৩ টি টিমের ৯৩৯ জন মেধাবিনী প্রোগ্রামার এই চূড়ান্ত পর্বে লড়বে যা বাংলাদেশের আইসিপিসির ইতিহাসে সর্বোচ্চ।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মো. শামসুল হুদা এফসিএ। আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট সুপার রিজিওন-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর অধ্যাপক ড. মো. আবুল লায়েস এম. এস. হক, বিইউিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের ডিন অধ্যাপক ড. মুন্সী মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।