নানা আয়োজনে নর্দান ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিনন্ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
উদযাপনের সূচনা হয় সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যার মধ্যে ছিল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, চেয়ার সিটিং, বল নিক্ষেপ, বালিশ খেলা এবং পট ভাঙা প্রতিযোগিতা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এসব আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।
দুপুরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরবের দিন, পাশাপাশি গভীর দায়বদ্ধতারও দিন। বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু উদযাপনের নয়—দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারেরও। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি—যা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন আশার আলো দেখিয়েছে। আসুন, ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মর্যাদার বাংলাদেশ গড়ার শপথ নেই।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সর্দার মাহমুদ হোসেন (লে. কর্নেল অব.), এনইউবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিজয় দিবস উদযাপনকে প্রাণবন্ত করে তোলে।