১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৭

জাতীয় স্মৃতিসৌধে ইস্টার্ন ইউনিভার্সিটির পুষ্পস্তবক অর্পণ

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে  © সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের গৌরবময় দিন ১৬ ডিসেম্বর উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। মহান বিজয় দিবসের সকালে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের অংশগ্রহণে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মঙ্গলবার  (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভাগীয় প্রধানগন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই শ্রদ্ধাঞ্জলি র‌্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদদের ত্যাগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাদের সেই মহান ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই প্রজন্মকে।