বিইউবিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলের সেমিনার রুমে ট্রফি উন্মোচন করা হয় © সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসন্ন ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫’ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রতিযোগিতার অফিশিয়াল ট্রফি উন্মোচন।
৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩ ঘটিকায় বিইউবিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলের সেমিনার রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিইউবিটির ট্রেজারার এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আলী আহমেদ। অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন। উপাচার্য (ভারপ্রাপ্ত) উপস্থিত সম্মানিত অতিথি এবং আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফিটি উন্মোচন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির অ্যাডভাইজার অধ্যাপক মো. আবু সালেহ এবং রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। এ সময় আয়োজনের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক মো. আবু সালেহ বলেন, ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট আয়োজন করা বিইউবিটির জন্য একটি মাইলফলক। আমরা প্রতিযোগীদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এবং একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে পূর্ণাঙ্গভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার সফল আয়োজনের প্রতি তাদের সম্মিলিত প্রতিশ্রুতি ব্যক্ত করতে আয়োজক কমিটির সব সদস্য সভায় উপস্থিত ছিলেন।
সভাটি সমন্বয় করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান এবং কনটেস্টের এক্সিকিউটিভ কমিটির সদস্যসচিব মো. সাইফুর রহমান। প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জনাব রহমান বলেন, ‘আমাদের টিম প্রযুক্তিগত ও লজিস্টিক ব্যবস্থাপনাকে ত্রুটিমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই অঞ্চলের মেধাবী তরুণ প্রোগ্রামারদের স্বাগত জানাতে প্রস্তুত এবং একটি স্মরণীয় ও নিখুঁত প্রতিযোগিতা উপহার দেওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’
সভায় ভেন্যু ব্যবস্থাপনা, লজিস্টিক সাপোর্ট এবং টেকনিক্যাল প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।