২৯ নভেম্বর ২০২৫, ২১:২২

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ওরিয়েন্টেশনে  © সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফল-২০২৫ ট্রাইমেস্টার ও সামার-২০২৫ বাই-সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রগতি স্মরণী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিইউবি’র উপাচার্য প্রফেসর এইচ. এম. জহিরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, নিজের জীবন, পরিবেশ ও সৃজনশীলতাকে আবিষ্কারেরও স্থান। নিজেদের উন্নতির পাশাপাশি পরিবার ও দেশের অগ্রগতিতেও ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ও সুন্দর মুহূর্তগুলোই ভবিষ্যতে প্রেরণা হিসেবে কাজ করবে।

উপাচার্য প্রফেসর এইচ. এম. জহিরুল হক বলেন, উন্নত ক্যারিয়ার গঠনে ভালো মানুষ হওয়া এবং পড়াশোনায় মনোযোগী হওয়া দুটোই জরুরি। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের সেরা হিসেবে গড়ে তুলতে হবে, যেন পরিবার, দেশ ও বিশ্বে অবদান রাখা যায়। আধুনিক ক্লাসরুম, ল্যাব, যোগ্য শিক্ষক এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সিইউবি প্রতিশ্রুতিবদ্ধ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ. এস. এম. সিরাজুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. কাজী আবু তাহের, জনস্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফজিতুন নেছা এবং রেজিস্ট্রার (ইনচার্জ) এ. এস. এম. জি. ফারুক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান মিস বেনজীর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

ওরিয়েন্টেশন শেষে আয়োজিত হয় এক জমকালো লাইভ কনসার্ট। জনপ্রিয় শিল্পী সজল ও লায়ন্‌জ ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনায় ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।