সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম উদ্বোধন
ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের জগন্নাথ–সোহেল স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দেশে প্রথমবারের মতো ই–ফ্যামিলি কোর্ট কার্যক্রম উদ্বোধন করেছে সরকার। বিচার প্রক্রিয়া গতিশীল করা, মামলার জট দ্রুত নিরসন এবং সেবা সহজীকরণের লক্ষ্যে এই ডিজিটাল ব্যবস্থার যাত্রা শুরু হলো।
জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেন্টার ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ইমার্জিং টেক, পাশাপাশি ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড (DSL)। তাদের উদ্ভাবিত দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কোর্ট ম্যানেজমেন্ট ও কেস অটোমেশন সলিউশনই ই–ফ্যামিলি কোর্ট কার্যক্রমের ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে।
এ সিস্টেমের মাধ্যমে মামলা পরিচালনার প্রতিটি ধাপ— ফ্রম ফাইলিং, নথি ব্যবস্থাপনা, তারিখ নির্ধারণ, শুনানি, নথি সংরক্ষণ থেকে তথ্যপ্রবাহ—সবই ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন করা যাবে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা দ্রুত সেবা পাবেন এবং আদালতের প্রশাসনিক কাজ উল্লেখযোগ্যভাবে সহজ হবে।
সরকারের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, ই–ফ্যামিলি কোর্ট বাস্তবায়নের মাধ্যমে বিচারব্যবস্থার স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে দেশের অন্যান্য আদালতেও এই অটোমেশন সলিউশন বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
ড্যাফোডিলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় প্রযুক্তির ভিত্তিতে তৈরি এই সমাধান বিচারব্যবস্থার ডিজিটাল রূপান্তরে একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করবে।