আইইউটিতে তিন শিক্ষার্থীর স্মরণে তিনটি নতুন ল্যাব উদ্বোধন
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ২০২৪ সালের পিকনিক বাস দুর্ঘটনায় প্রাণ হারানো আইপিই ২১ ব্যাচের তিন শিক্ষার্থী মাহিন, নাঈম ও জুবায়েরের স্মরণে তিনটি নতুন একাডেমিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। তাদের অপূর্ণ স্বপ্ন ও স্মৃতিকে ধারণ করতেই এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (এমপিই) বিভাগ।
দুর্ঘটনার প্রায় এক বছর পর গত ২১ নভেম্বর উদ্বোধন করা হয় মাহিন মেমোরিয়াল CAM ল্যাব, নাঈম মেমোরিয়াল CAD ল্যাব ও জুবায়ের মেমোরিয়াল ইরগোনোমিক্স ল্যাব। নিহত শিক্ষার্থীদের অভিভাবকরা নবনির্মিত ল্যাবগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। তাদের উপস্থিতিতে আইইউটি পরিবার গভীর আবেগে স্মরণ করে তিন তরুণের অকাল প্রস্থান এবং তাদের স্বপ্ন, নিষ্ঠা ও অর্জনগুলোকে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, স্মরণে নির্মিত এই ল্যাবগুলো শুধু স্মৃতির নিদর্শন নয়, বরং আইইউটির ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য হয়ে উঠবে স্থায়ী অনুপ্রেরণার উৎস। তাদের মতে, মাহিন, নাঈম ও জুবায়েরের স্বপ্ন ও মূল্যবোধ এখন এই ল্যাবগুলোর মধ্য দিয়েই নতুন প্রজন্মকে দিশা দেখাবে।
অনুষ্ঠানে তিন শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় বিশ্ববিদ্যালয় পরিবার।