সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের
পটুয়াখালীর দুমকীতে সড়ক দুর্ঘটনায় বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সিএসই অনুষদের প্রথম সেমিস্টারের ছাত্র মো. জুবায়ের বিশ্বাস (২০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় জিহাদ ও হাসান নামে দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লেবুখালী-বাউফল সড়কের মাদ্রাসা ব্রিজ-সংলগ্ন কাঁঠালতলা এলাকায় মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো. আবুল কালামের ছেলে। তিনি সৃজনী বিদ্যানিকেতনের এইচএসসি ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেবুখালীর দিক থেকে আসা মোটরসাইকেলটি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের বিশ্বাস ও তার বন্ধু জিহাদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে লেবুখালী ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. এনামুল হক জুবায়েরকে মৃত ঘোষণা করেন। জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে অটোগাড়িতে থাকা পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকার হাসান নামের একজন আহত হন। তাকেও উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঘটনাস্থলে ডিউটি অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।