১৫ নভেম্বর ২০২৫, ২২:৪১

প্রাণের ক্যাম্পাসে আর ফেরা হবে না ড্যাফোডিলের সিরাজের

মোহাম্মদ মাহির মুজনাবিন সিরাজ  © ফাইল ফটো

টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ মাহির মুজনাবিন সিরাজ মারা গেছেন। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাত দুইটায় রংপুরের কামালকাছনা নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তার পৈতৃক বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।

মাহির ড্যাফোডিলের ২৪২ ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬৭তম ব্যাচে পড়াশোনা করছিলেন। ৩ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম পরীক্ষার সময় জ্বরে ভুগছিলেন। অসুস্থতা সত্ত্বেও পরীক্ষা শেষ করে ১০ নভেম্বর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইউনুস খান স্কলার্স গার্ডেন-২–এ থাকতেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীর মৃত্যুতে শোকবার্তা প্রকাশ করেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগও শোকবার্তা দিয়ে টাইফয়েড জ্বরের বিষয়ে সতর্কবার্তা প্রচার করেছে। শোকবার্তায় বলা হয়েছে, “আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ছাত্র মোঃ মাহির মুজনাবিন সিরাজ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হয়েছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।”

শিক্ষার্থীর বন্ধু, সহপাঠী, শিক্ষক, হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় টাইফয়েড প্রতিরোধ ও সচেতনতার ওপর শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।