২১ অক্টোবর ২০২৫, ১৭:২৬

ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগোতে পারছে না: সবুর খান

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিচ্ছেন ড. মো. সবুর খান  © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেছেন, ‘আমাদের সমাজে ঐক্যের বড় অভাব। ঐক্যের অভাবে আমাদের সমাজ ও রাষ্ট্র এগোতে পারছে না।’

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মাসিক শিক্ষা বিষয়ক ম্যাগাজিন ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ আয়োজিত এসএসসিতে জিডিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশজাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মো. সবুর খান তরুণদের ঐক্য এবং তাদের মধ্যে পারস্পরিক গভীর বন্ধুত্ব ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা ব্যক্তিজীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে বন্ধুত্বের স্পিরিট ধরে রাখবে। তিনি তার জীবনের উদাহরণ দিয়ে বলেন, ‘আমার প্রতিষ্ঠানে ৫০০-এর বেশি কর্মকর্তা রয়েছেন, যারা আমার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুবান্ধব।’

তিনি শিক্ষার্থীদের বিদেশমুখিতা পরিহার করে বিসিএস হওয়ার প্রবণতা বাদ দিয়ে উ্যদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। কারণ অধিক জনসংখ্যার বাংলাদেশে একজন উদ্যোক্তা শুধু নিজেই স্বয়ংসম্পূর্ণ হন না, পাশপাশি তিনি অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ন অবদান রাখছেন।

আরও পড়ুন: নতুন পে স্কেলের প্রতিবেদন দাখিল নিয়ে বিবৃতি দিল কমিশন

মো. সবুর খান শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসক্ত না হয়ে কৌশলী হওয়ার পরামর্শ দেন। বিশ্বজগতকে আপন হাতের মুঠোয় আনতে ও  বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কমিউনিকেশন দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৃজনশীলতার মাধ্যমে ক্যারিয়ার ফোকাস এবং জীবনের লক্ষ্য এখন থেকেই নির্ধারন করতে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিক্রমার ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ, জমিরুল আকতার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আহ্বায়ক কবীর হোসেন, সদস্যসচিব কাজী শওকত হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর উত্তরের অধ্যাপক সরকার মাহবুব আহমেদ শামীম, মুন্সিগঞ্জ বিএনপির সদস্য মোশাররফ হোসেনসহ কৃতী শিক্ষার্থীরা বক্তব্য দেন।