সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ডেনমার্ক-সুইজারল্যান্ড দূতাবাস প্রতিনিধি দল

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ PM
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দল

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দল © সৌজন্যে প্রাপ্ত

ডেনমার্ক ও সুইজারল্যান্ড দূতাবাস থেকে দুটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়। উদ্দেশ্য– ইউরোপের এই দু’দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণামূলক সহযোগিতা বাড়ানো।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি দল সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন সেক্টর কাউন্সিলর ওলে রোসেনবর্গ জাস্টেসেন এবং সাসটেইনেবল প্রোডাকশন বিষয়ক সহযোগী উপদেষ্টা ফাহিম আবরার। তাঁরা বাংলাদেশের কৃষি, জলবায়ু, পরিবেশ এবং শ্রম সম্পর্কিত বিশাল ডেটা সম্পদের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন এবং এ খাতগুলোতে গবেষণাভিত্তিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।

এছাড়া ডেনমার্কে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি ও তহবিল পাওয়ার সম্ভাবনাও তুলে ধরেন।

পরে মঙ্গলবার (২৬ আগস্ট) সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি দল সাউথইস্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। দলটির নেতৃত্ব দেন কাউন্সিলর এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও যোগাযোগ বিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি, তাঁর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ চৌধুরী। তাঁরা সুইস গভ. এক্সেলেন্স স্কলারশিপ কর্মসূচির ওপর আলোকপাত করেন, যা পিএইচডি ও পোস্ট-ডক্টোরাল গবেষকদের জন্য সুইস সরকারের একটি বিশেষ উদ্যোগ।

এছাড়া আন্তঃপ্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও সুইস বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়র পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.) এবং বিভিন্ন অনুষদের ডিন ও পরিচালকগণ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

এ বৈঠকগুলোর মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, শিক্ষার্থী ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং কমিউনিটি উন্নয়নকে উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।পাশাপাশি যুব নেতৃত্ব ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিদ্রোহী প্রার্থী রুমিনা ফারহানা বললেন—‘এই আপসহীনতা নেত্রীর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পেশায় ব্যবসায়ী নুর, বার্ষিক আয়ে ছাড়িয়ে গেলেন তারেক-শফিকুর-ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের সূচিতে ব্যাপক রদবদল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫