ক্যান্সার আক্রান্ত নর্থ সাউথের ছাত্রী শরাবান তহুরা বাঁচতে চায়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ০১:১২ PM , আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ০১:১২ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী শরাবান তহুরা ছোঁয়া। আজ দশ মাস ধরে পাকস্থলীতে ক্যান্সারে আক্রান্ত তিনি। প্রতিনিয়ত জীবনযুদ্ধ করে চলেছেন তিনি। তবে আর্থিক সঙ্কট এখন সে লড়াইয়ে মূল বাঁধা হয়ে দাড়িয়েছে।
শরাবান তহুরাকে ইতোমধ্যে ছয়টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। বড় অপারেশন হয়েছে দু‘টি। তার পরিবার চিকিৎসা খরচ মেটাতে গিয়ে আজ নিঃস্ব প্রায়।
শরাবাহন তহুরা জানিয়েছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়া অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হন তিনি। ফলে আপাতত পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন আহমেদ ক্যান্সার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
শরাবান তহুরার পরিচিতজনরা জানিয়েছেন, মেয়েটা পরিচিত কাউকে দেখলে তাকিয়ে থাকে। তার আত্মীয়রা খরচের ভয়ে কাছে আসেন না। কেউ যদি কোন আর্থিক সহায়তা করতে চান তবে তার নিজস্ব ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
Bikash:01743769665 (নিজস্ব)
Nogod:01743769665
Dutch Bangla :117.151.87343(Bashoundhara Branch)