২৯ আগস্ট ২০২৫, ২২:২৬

ডিআইইউর নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুর রহমান

ড. এ টি এম মাহবুবুর রহমান  © সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ডিন প্রফেসর ড. এ টি এম মাহবুবুর রহমান।

শুক্রবার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি শিক্ষাজগতে একজন অভিজ্ঞ, দক্ষ ও সৎ শিক্ষাবিদ হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছেন। ডিআইইউর একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে তার অবদান ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। নতুন এ দায়িত্বকে ডিআইইউ পরিবারের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, প্রফেসর ড. মাহবুবুর রহমানের জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব ডিআইইউকে অগ্রগতি, উৎকর্ষ ও আন্তর্জাতিক মানে উন্নয়নে সহায়তা করবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, একজন সৎ, নীতিবান ও দূরদর্শী মানুষ ট্রেজারারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়ায় ডিআইইউ আরও সমৃদ্ধ হবে।