আইএসইউতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় আইএসইউর শিক্ষক, শিক্ষাৰ্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
এ সময় উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক ও ডিরেক্টর এডমিশন গিয়াস উদ্দিন।
ইনসাফ বারাকাহ হাসপাতালের এজিএম মুহা. হাফিজুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর মো. মোবারক করিম,মো. হিরো মিয়া, মো. ইমরান হোসেন, বর্ষা অধিকারী, রুবিনা ইয়াসমিন, মুক্তা আক্তার, মো. শফিকসহ ডাক্তার-নার্স প্রমুখ।
দিনব্যাপী এ আয়োজনে আইএসইউ পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেকআপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসক দেওয়া হয়।