ডিআইইউ শিক্ষার্থীদের সঙ্গে স্কলারশিপ প্রতারণা, সতর্ক করলেন ছাত্রকল্যাণ উপদেষ্টা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ চক্র। হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে যোগাযোগ করে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। চক্রটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম চৌধুরীর ছবি ব্যবহার করে মিথ্যা স্কলারশিপ অফার দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ফেসবুকে দেওয়া এক সতর্কতামূলক পোস্টে তিনি নিজেই বিষয়টি জানান। মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, ‘কতিপয় ব্যক্তি হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে ডিআইইউ-এর কিছু শিক্ষার্থীর কাছে স্কলারশিপ দেওয়ার কথা বলে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। উল্লেখিত নম্বরটি আমাদের নয়।’
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি, জেনে নিন নিয়ম
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের পরিচিতজনদের এ ধরনের কোনো কল বা মেসেজের জবাব না দিতে অনুরোধ করা হচ্ছে।’ এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।