আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলওয়াহাব সাইদানি’র এআইইউবি পরিদর্শন
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলওয়াহাব সাইদানি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) এআইইউবি ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষা ও সংস্কৃতি বিনিময় বিষয়ে মতবিনিময় করেন।
মতবিনিমকালে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান নাদিয়া আনোয়ার; প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন; প্রফেসর ড. সাইফুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, এআইইউবি; এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. মো. আব্দুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. নিসার আহমেদ, কোষাধ্যক্ষ; গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, রেজিস্ট্রার; ড. এস. এ. এম. মঞ্জুর এইচ. খান, প্রক্টর, এআইইউবি ঢাকায় অবস্থিত আলজেরিয়ান দূতাবাসের কর্মকর্তা এ. কে. এম. সাইদাদ হোসাইন। পরিদর্শনকালে আলজেরিয়া ও এআইইউবি’র মধ্যে একাডেমিক পার্টনারশিপ, যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষ শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, গবেষণা প্রকল্প এবং উচ্চশিক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন। এ গুরুত্বপূর্ণ পরিদর্শন এআইইউবি’র আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক সম্পৃক্ততা জোরদার করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে ।