জুলাই: প্রতিরোধ থেকে পরিবর্তনের গল্প বললেন নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সেন্ট্রাল ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব ‘স্বপ্ন ও সংগ্রামের জুলাই’ শীর্ষক শিরোনামে বাংলা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এনইউবি ক্যাম্পাসে আয়োজিত উপস্থিত বক্তৃতার বিষয় ছিল ‘আমার দৃষ্টিতে জুলাই: প্রতিরোধ থেকে পরিবর্তন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ।
অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিকে কেন্দ্র করে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
উদ্বোধনী বক্তব্য দেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মঈন খান। বিচারকদের পরিচয় এবং প্রতিযোগিতার নিয়মাবলি পেশ করেন ক্লাবের অর্গানাইজিং সেক্রেটারি ইয়াসিন মোহাম্মদ।
বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থীর বক্তৃতায় জুলাইয়ের আবেগঘন মুহূর্ত ফুটে ওঠে।
বক্তৃতায় বিচারকের দায়িত্ব পালন করেন এনইউবির বিবিএর প্রভাষক তন্দ্রা রহমান। আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক সাইফুন্নাহার সুমিতা, নাহিদ খান সৈকত।
বিচারকরা তাদের মূল্যবান মতামত এবং উপদেশবাণী পেশ করেন। ক্লাবের জেনারেল সেক্রেটারি মোহসীনা আক্তারের সমাপনী বক্তব্যের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে আরেকবার স্মরণ করেন।