১৮ জুলাই ২০২৫, ২৩:১২

শহীদ আসিফের কবর জিয়ারতে নর্দান ইউনিভার্সিটির প্রতিনিধি দল

শহীদ আসিফের হাসানের কবর জিয়ারত করেছে নর্দান ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল  © সংগৃহীত

জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ আসিফের হাসানের কবর জিয়ারত করেছে নর্দান ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল। শুক্রবার (১৮ জুলাই) ইউনিভার্সিটির পক্ষ থেকে শহীদের গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  

আসিফ হাসান নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এনইউবির ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ শিহাব উদ্দীন, সহযোগী অধ্যাপক জসিম উদ্দীন, বিভাগের সমন্বয়ক সহকারী অধ্যাপক শাখাওয়াত, প্রভাষক ওমর ফারুক, সহকারী পরিচালক (অ্যাডমিশন) মাহমুদুল হাসান, আসিফের বন্ধু শাহ আলম ও ইয়াসিন। আরও উপস্থিত ছিলেন আসিফ হাসানের বাবা মাহমুদ আলমসহ তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, ইউনিভার্সিটির প্রতিনিধিদল শুক্রবার বেলা সোয়া ১২টায় পৌঁছে শহীদ আসিফের কবর জিয়ারত করেন। এ সময় শহীদ আসিফসহ জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন এনইউবির প্রভাষক ওমর ফারুক। এরপর এনইউবির প্রতিনিধিদলের উপস্থিতিতে জুমার নামাজের পর শত শত মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফেরার পথে এনইউবির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহর বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এদিকে শহীদ আসিফ হাসানের স্মরণে শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।

অধ্যাপক ড. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন বলেন, আল্লাহ্ তায়ালা যেন শহীদ আসিফকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমরা কখনোই তার আত্মত্যাগ ভুলব না।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা আসিফের প্রতি তাদের ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরেন; তার আন্তরিকতা, নিষ্ঠা এবং অটুট মনোবলের কথা গভীরভাবে স্মরণ করেন।

উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র আসিফ হাসান স্বৈরাচারবিরোধী আন্দোলনে গত বছরের ১৮ জুলাই নিহত হন। তার স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় চত্বরকে আসিফ চত্বর নামকরণ করেছে। আগামী সপ্তাহে তার স্মরণে ক্যাম্পাসে এক স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।