২৯ জুন ২০২৫, ১৭:২৬

নিউমার্কেট এলাকা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট থানাধীন সিটি কমপ্লেক্সের ১২ তলা ভবন থেকে ফাতেমা আনোয়ার ইশা (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। 

রবিবার (২৯ জুন) দুপুরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইশার মাদারীপুর জেলার সদর থানার রুপিদা গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে নিউমার্কেটে সিটি কমপ্লেক্সের একটি ফ্ল্যাটে থাকতেন।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম। তিনি বলেন, দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা ওই ভবনে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। 

তিনি আরও বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিহত ইশা বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী।