১৪ জুন ২০২৫, ২০:৩৯

ডিআইইউ’তে মাদক ও অনিয়ম বিরোধী টাস্কফোর্স কমিটি গঠন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) আবাসিক হলসমূহে মাদক ও অনিয়ম দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি সচেতনতামূলক কমিটি (টাস্কফোর্স) গঠন করা হয়েছে। উপাচার্যের নির্দেশক্রমে এ কমিটি গঠন করা হয়। 

শনিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যুগ্ম রেজিস্ট্রার ও একান্ত সচিব সৈয়দ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নবগঠিত এই টাস্কফোর্সে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং প্রভোস্ট প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সকাল হাউজের টিউটর, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো: তাহজীব-উল-ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান এম এস সাজ্জাদ আহমেদ শোভন, যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

টাস্কফোর্সের কার্যাবলীর মধ্যে রয়েছে: আবাসিক হলসমূহ সার্বক্ষণিক তদারকি করা; মাদক ও অনিয়ম সংক্রান্ত ব্যাপারে জিরো-টলারেন্স নীতিগ্রহণ; ছাত্র/ছাত্রীদেরকে হলের নিয়মকানুন ও আইন যথাযথভাবে পালনে উৎসাহিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজ হতে বিরত রাখা; আবাসিক ছাত্র/ছাত্রীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা; আবাসিক ছাত্র/ছাত্রীদের মানসম্মত খাবার পরিবেশনের লক্ষ্যে তদারকি করা। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই কমিটির কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ এবং মাদকমুক্ত আবাসিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।