ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের তিনদিন ব্যাপী ওয়ার্কশপের প্রথমদিনের সেশন সম্পন্ন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের রোবটিক্স ক্লাবের তিনদিনব্যাপী ওয়ার্কশপের প্রথমদিনের সেশন সম্পন্ন হয়েছে। ওয়ার্কশপটি বিশ্ববিদ্যালয়ের সিমুলেশন ল্যাব রুমে অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ মে) ওয়ার্কশপটি দুপুর ২টা থেকে উদ্বোধনী সেশনের মধ্য দিয়ে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ওয়ার্কশপের জন্য রেজিস্ট্রেশন করেছে। উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ডব্লিউইউবি রোবটিক্স ক্লাবের অ্যাডভাইজার রুমানা তাসনীম।
প্রথমদিনের মূল সেশন ছিল ‘বেসিক রোবোটিক্স এবং বিভিন্ন সেন্সরের কাজ সম্পর্কে ধারণা দান’। প্রথমদিনের সেশন যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট(আরএন্ডডি) আ.স.ম নাসিম এবং সিনিয়র এক্সিকিউটিভ(আরএন্ডডি) সাজিদ মৃধা।
প্রশিক্ষকগণ রোবটিক্সের মৌলিক ধারণা, এর ব্যবহারিক প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে এর সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে আলোচিত হয় আলট্রাসনিক সেন্সর, আইআর সেন্সর, টেম্পারেচার সেন্সরসহ বিভিন্ন ধরনের সেন্সরের কার্যপ্রণালি ও ব্যবহারিক প্রয়োগ।
ব্যবহারিক অংশে অংশগ্রহণকারীরা হাতে-কলমে বিভিন্ন সেন্সরের সংযোগ ও কার্যক্রম পর্যবেক্ষণ করে। এতে তাদের মধ্যে বাস্তব অভিজ্ঞতা অর্জনের আগ্রহ বেড়ে যায়। এই আয়োজনে ইভেন্ট স্পনসর হিসেবে আছে ঢাকা রোবটিক্স এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে দ্য ডেইলি ক্যাম্পাস।