২০ মে ২০২৫, ১৬:২১

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

তিন বিশ্ববিদ্যালয়ের লোগো  © সংগৃহীত

বেসরকারি তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও আশা ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগ দিয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের ভিসি, কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাবেক ভিসি অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রার ফ্যাকাল্টি অব এগ্রিকালচারের প্রাক্তন অধ্যাপক ড. এস. এম. রেজাউল করিমকে আশা ইউনিভার্সিটির ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আইইউবিএটির ভর্তি পরীক্ষা ২৩ মে, থাকছে শতভাগ পর্যন্ত মেধাবৃত্তি

তিনটি শর্তে তাদের এই নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে রয়েছে- ভিসি পদে তাদের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন এবং তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।