সাউথইস্ট ইউনিভার্সিটিতে সাদাকাহ ফান্ড সেমিনার অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর যৌথ উদ্যোগে “এসইইউ-সিজেজিএম ২০ টাকা সদাকা ফান্ড: শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণমূলক উদ্যোগ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল ছোট ও স্বেচ্ছা অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে সচেতনতা তৈরি করা।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। তিনি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার জন্য সদাকা ফান্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং স্বল্প পরিমাণে হলেও নিয়মিত দান করার অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের অধ্যাপক মোক্তার আহমদ ও জনাব আরাস্তু খান।সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অতিথিবৃন্দ সদাকার নীতি ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেন এবং সমাজে দানের চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সিজেডএম-এর চলমান কার্যক্রম তুলে ধরেন।