০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৬

ইউল্যাবে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন

ওরিয়েন্টেশনে উপস্থিত অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ‘স্প্রিং ওরিয়েন্টেশন-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়টির মোহাম্মদপুরের স্থায়ী ক্যাম্পাসে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়। ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও ইউল্যাব কমিউনিকেশন’স অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোহাম্মদী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুবানা হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য মিস জুডিথা ওলমাখার।এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, উপ-উপাচার্য অধ্যাপক সামশাদ মর্তুজা।

এছাড়াও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ইউল্যাব সংস্কৃতি সংসদ (এসএস) ক্লাবের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘ইউল্যাব থিম সং’ পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।