৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৪

খোঁজ মিলেছে নিখোঁজ হওয়া সেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর 

তাহিয়া  © সংগৃহীত

তিনদিন ধরে নিখোঁজ থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তাহিয়ার খোঁজ মিলেছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেলে কুড়িল বিশ্বরোড থেকে উদ্ধার করেছে পুলিশ।

দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন তাহিয়ার বাবা মো. আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আমার মেয়ে আমাদের কাছে আছে। আমরা এই মুহূর্তে থানায় আছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

আরো পড়ুন: তিন দিন ধরে নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, থানায় জিডি

এর আগে, তার সহপাঠীরা জানান, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহিয়া। সেদিন ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে সর্বশেষ তাকে বসুন্ধরা ঘাটপাড় এলাকায় দেখা যায় বলে সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। এরপর থেকে তাহিয়ার মোবাইল ফোন বন্ধ এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এ ঘটনায় আজ ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আব্দুল কুদ্দুস।