তিন দিন ধরে নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, থানায় জিডি
তিন দিন ধরে নিখোঁজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তাহিয়া। এ ঘটনায় আজ বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাহিয়ার বাবা মো. আব্দুল কুদ্দুস।
সহপাঠীরা জানান, গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে উত্তরা ১১ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহিয়া। সেদিন ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে সর্বশেষ তাকে বসুন্ধরা ঘাটপাড় এলাকায় দেখা যায় বলে সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। এরপর থেকে তাহিয়ার মোবাইল ফোন বন্ধ এবং তার কোনো খোঁজ মিলছে না। তবে নিখোঁজের পরদিনই বিষয়টি থানায় জানানো হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে পরিবার। পরবর্তীতে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, ছাত্রীটির সন্ধানে আমাদের একটি টিম কাজ করছে। অ্যানালাইসিসসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা নেয়া হচ্ছে। পাশাপাশি তিনি কোনো বান্ধবীর বাসায় অবস্থান করছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম। তিনি জানান, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার নিখোঁজ হওয়ার পেছনে কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
তাহিয়ার বাবা মো. আব্দুল কুদ্দুস দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি মানসিকভাবে বিপর্যস্ত। গত দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেছি। থানায় জিডি করেছি। এখন এ বিষয়ে আর কিছু বলার অবস্থায় নেই।