ইউআইইউ ক্যাম্পাসের সাম্প্রতিক ঘটনা তদন্তে কমিটি গঠন
সম্প্রতি ক্যাম্পাসে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও মতপার্থক্যের প্রেক্ষিতে ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে ইউআইইউ বিওটি একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) রাতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার অঙ্গীকার থেকে ট্রাস্টি বোর্ড তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনীর এবং সদস্য সচিব হিসেবে আছেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের সহযোগী অধ্যাপক ড. মফিজুল হক মাসুম।
এই কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রমাণসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রেখে শিক্ষার মানোন্নয়ন ও জাতীয় উন্নয়নে ইউআইইউ অঙ্গীকারবদ্ধ।