ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আজ বন্ধ থাকছে ইউসিএসআই বাংলাদেশ ক্যাম্পাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ AM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০০ AM

গাজা এবং পুরো ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে আজ, সোমবার (৭ এপ্রিল), ক্লাস, ল্যাব এবং অফিস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।
বিশ্বব্যাপী ঘোষিত ‘গ্লোবাল স্ট্রাইক’-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন। তারা বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের মিত্রদের দ্বারা নির্বিচারে বোমাবর্ষণ, অনাহার, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে নারী, শিশু, পুরুষ ও নবজাতকসহ হাজারো নিরীহ বেসামরিক মানুষ।
ইউসিএসআই বাংলাদেশের শিক্ষার্থীরা এক বিবৃতিতে জানান, এই জাতিগত নির্মূল ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। তাই তারা একাত্মতা প্রকাশের অংশ হিসেবে আজ ক্যাম্পাসের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্বনেতারা যখন নির্যাতনের বিরুদ্ধে নীরব, তখন সাধারণ মানুষের প্রতিবাদই সত্যিকারের মানবতার প্রতিচ্ছবি। সেই চেতনাতেই তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
তারা দেশের বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষদেরও ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে এবং নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।