শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ ‘ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’ ছাত্রদলের            

‘ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’ ছাত্রদলের ইফতার বিতরণ           
‘ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’ ছাত্রদলের ইফতার বিতরণ             © টিডিসি ফটো

শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদল। শুক্রবার (২১ মার্চ) বিকেলে গ্রিনরোডের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর সামনে এই ইফতার বিতরণ করা হয়। 

পরে গ্রিনরোডের পালমার্স ক্যাফেতে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে জুলাই-আগস্টে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করেন তারা।

দোয়া ও ইফতার মাহফিলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সভাপতি মো. রিয়াজ হাসান বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমানের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী ফ্যাসিবাদ পতন আন্দোলন থেকে জুলাই-আগস্ট আন্দোলনে বুক চিতিয়ে সম্মুখভাগে লড়াই করেছে। ভবিষ্যতেও আমরা জীবন বাজি রেখে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জনাব তারেক রহমানের ডাকে যেকোনো পদক্ষেপে নিতে প্রতিজ্ঞাবদ্ধ।’ 

এসময় মাহফিলে আরো উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক হিমেল, সহ-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক রায়হান ঢালী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর সাধারণ-সম্পাদক রাফিদ সরদার, সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সালমান, সাংগঠনিক সম্পাদক সাদী, মাহদী আব্দুল কাহহার।

উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ওয়ন কুয়াশা, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক আরিফুর রহমান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ছাত্রদলের নেতা ওয়াশিম কবির খান, ইশরাক, আশ্রাফ রাফি, সাইফুল ইসলাম, তৌসিফ, আশিকুর রহমান, আদনান প্রমুখ সহ সাবেক ও বর্তমান ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ