২০ মার্চ ২০২৫, ২১:৪৭

এনএসইউতে গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এনএসইউতে গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইফতার মাহফিল অনুষ্ঠিত  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গণিত ও পদার্থবিজ্ঞান (ডিএমপি) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। গত ১৮ মার্চ (মঙ্গলবার) আয়োজিত এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষণা সহকারী ও স্টাফরা একত্রিত হন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন মোল্লার নেতৃত্বে আয়োজিত এ ইফতার মাহফিল ছিল উষ্ণতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত।  

ইফতার অনুষ্ঠানটি শুরু হয় দোয়ার মাধ্যমে, পরিচালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জায়েদ বিন মাহবুব। এতে উপস্থিত সবাই দেশের কল্যাণ, বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও ব্যক্তিগত শান্তি কামনায় প্রার্থনা করেন।  

৫০ জনের বেশি শিক্ষক-শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন। এটি শুধু ইফতারের আয়োজনই ছিল না, বরং শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি বিশেষ সুযোগও তৈরি করে। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন, এক পারিবারিক বন্ধনে পরিণত হয় ইফতার মাহফিলটি।  

মাগরিবের আজান ধ্বনির সঙ্গে সঙ্গে ইফতার শুরু হয়। ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের সঙ্গে ছিল আন্তরিকতার ছোঁয়া। একসঙ্গে ইফতার করার মধ্য দিয়ে এই আয়োজন হয়ে ওঠে ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ।  

নর্থ সাউথ ইউনিভার্সিটির গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের এই আয়োজন প্রমাণ করে, শিক্ষালয় শুধু জ্ঞানের ক্ষেত্র নয়, বরং এটি একটি পরিবারও, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটি প্রাণবন্ত শিক্ষার পরিবেশ গড়ে ওঠে। এ আয়োজন অংশগ্রহণকারীদের জন্য এক আনন্দঘন অভিজ্ঞতা হয়ে থাকবে।