মানারাত ইউনিভার্সিটিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিল
ইফতার মাহফিল   © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎসর্য নিয়ে আলোচনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা সেমিনার হলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ প্রফেসর ড. মো. শামছুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক ছিলেন জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব ও মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মোহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান। 

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম পবিত্র রমজানকে আত্মশুদ্ধির মাস  উল্লেখ করে বলেন, এটি শুধু রোজা রাখার মাস নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম ও আল্লাহভীতি অর্জনের শ্রেষ্ঠ প্রশিক্ষণের সময়। তাই সঠিকভাবে রোজা পালন করতে আমাদেরকে সচেতন হতে হবে। একই সঙ্গে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।


সর্বশেষ সংবাদ