২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭

নর্দান বিশ্ববিদ্যালয়ে শুরু হলো চারদিনব্যাপী ‘ল ভার্স ১.০’

আইন বিভাগের আয়োজনে ‘ল ভার্স ১.০’  © সংগৃহীত

নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে আজ (২০ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রতীক্ষিত ‘ল ভার্স ১.০’। আইন শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজন করা এই অনুষ্ঠানের নামের অর্থ ‘আইনের পৃথিবী’, যেখানে অংশ নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও আইন বিশেষজ্ঞরা।

চারদিনব্যাপী এই আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ডিনবৃন্দ। এছাড়াও, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ২০০ এর বেশি আইন শিক্ষার্থী এবং আইন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

চার দিনের বিশেষ আয়োজনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিচার করেছেন দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা। এছাড়া, আইন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় দিন বিশেষ শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হবে। তৃতীয় দিন দিনব্যাপী ‘ল সামিট’ অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আইনজীবী ও বিশেষজ্ঞরা। একই দিনে আয়োজিত হবে বিশেষ কনসার্ট, যেখানে ‘বে অফ বেঙ্গল’, ‘এপিটাফ’ ও ‘আফটার ম্যাথ’ ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে।

আয়োজনের চতুর্থ দিন আনুষ্ঠানিক ফরমাল ডিনারের মাধ্যমে ‘ল ভার্স ১.০’ সমাপ্ত হবে, যেখানে নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করবেন।

নর্দান বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন আইন শিক্ষার্থীদের জন্য জ্ঞান বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে বলে মনে করছেন আয়োজকরা।