এনইউবিটিকেতে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাদকবিরোধী সচেতনতায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এনইউবিটিকে শিববাড়িতে অস্থায়ী ক্যাম্পাসের অডিটরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার আয়োজনে ‘অবৈধ মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট’ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ও আইন বিভাগের মধ্যে পক্ষে ও বিপক্ষে বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে আইন বিভাগের বিজয়ী হন।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউছুফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. আনারুল হক জোয়াদ্দার, স্পিকার হিসেবে দায়িত্বে ছিলেন, প্রভাষক ফারিয়া আফরিন তিশাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী।
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা
মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইউছুফ বলেন, দেশের ৬০-৬৫ শতাংশ যুবসমাজ ইয়াবা আসক্ত। ইয়াবা সেবনের ফলে মানুষের নিশ্চিত মৃত্যুর কোলে ঠেলে দেয় এবং মাদক সেবনের ফলে মানুষ তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায়।
তিনি আরও বলেন, উচ্চমাত্রার মাদক সেবনের ফলে, মাদকসেবীদের আগামী ১০ বছর পরে, গড় আয়ু হবে ৪০-৪৫ বছর।
তিনি মাদক থেকে যুবসমাজের দূরে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনারুল হক জোয়াদ্দার বলেন, শুধু রাষ্ট্রীয়ভাবে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রাতিষ্ঠানিকভাবে মাদক নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি পারিবারিক গাইড লাইনেও কমতে পারে মাদকের ব্যবহার।