বিইউবিটিতে ‘ন্যাশনাল রোবটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৫’ অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে দেশের তরুণ উদ্ভাবকদের জন্য সবচেয়ে বড় রোবটিক্স প্রতিযোগিতা ন্যাশনাল রোবটিক্স চ্যাম্পিয়নশিপ- ২০২৫। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২০০ এর বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোবটিক্স, এআই, ইলেকট্রনিক্স, এবং অটোনোমাস টেকনোলজি-তে পারদর্শী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় তাদের রোবটিক্স প্রকল্প উপস্থাপন করেঞ। চারটি আকর্ষণীয় শাখায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় যার মধ্যে ছিল রোবো সকার, ড্রোন রেসিং, ব্যাটলবট ও প্রজেক্ট প্রদর্শন। রেডিও গিয়ার বিডি। এবারের আসরের প্লাটিনাম টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল যা ইভেন্টটিকে আরও বর্ণাঢ্য করে তুলে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন দেশের প্রথম এয়ারোস্পেস ও ডিফেন্স গবেষণা প্রতিষ্ঠান ‘ধুমকেতু এক্স’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব নাহিয়ান আল রহমান এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর আন্তর্জাতিক বিচারক জনাব আরিফুল হাসান অপু। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি'র রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ বি এম শওকত আলী, বাংলাদেশে রোবটিক্স ও প্রযুক্তি গবেষণার সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন। একইসাথে শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলতে ন্যাশনাল রোবটিক্স চ্যাম্পিয়নশিপের গুরুত্ব ব্যাখ্যা করেন।