শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ব্যবস্থাকে আরও সহজতর করতে প্রাথমিকভাবে দুটি বাস উদ্বোধন করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার প্রাণকেন্দ্র গুলশান-২-এ অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের মূল ফটকে ফিতা কেটে বাস সার্ভিসটি উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, প্রক্টরিয়াল টিম, শিক্ষক-শিক্ষিকা, অ্যাডমিশন অফিস এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।
বছরের শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নতুন করে সংযোজিত এই বাস সার্ভিস শিক্ষার্থীদের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
আরও পড়ুন: তিতুমীর কলেজের বিষয়টি বিশেষ বিবেচনায় রয়েছে: শিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিকভাবে বাস দুটি রুটে চলবে। বাস দুটির একটি প্রতিদিন সকাল ৭টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে খিলগাঁও-রামপুরা হয়ে এবং অন্যটি গাজীপুর থেকে টঙ্গী-উত্তরা রুট হয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।
শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে ক্লাসে পৌঁছাতে পারেন, সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দুটি গুরুত্বপূর্ণ রুটে পরিবহন সুবিধা পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।