২৩ জানুয়ারি ২০২৫, ২৩:২০

বিইউবিটিতে গবেষণা অনুদান অর্জনে একাডেমিক প্রবন্ধ লেখার পদ্ধতি শীর্ষক সেমিনার 

বিইউবিটিতে গবেষণা অনুদান অর্জনে একাডেমিক প্রবন্ধ লেখার পদ্ধতি শীর্ষক সেমিনার 
  © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনলজিতে (বিইউবিটি) ‘গবেষণা অনুদান অর্জনে অ্যাকাডেমি প্রবন্ধ লেখার পদ্ধতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মারডক ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার ইঞ্জিনিয়ারিং ও এনার্জি স্কুলের সহযোগী অধ্যাপক এবং সহযোগী ডিন (লার্নিং অ্যান্ড টিচিং) ড. জি. এম. শফিউল্লাহ।

এসময় তিনি উদীয়মান গবেষক ও শিক্ষাবিদদের উদ্দেশ্যে অ্যাকাডেমিক প্রবন্ধ লেখার সঠিক পদ্ধতি সমন্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি এবং বিআরআইসির পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। তিনি তার বক্তব্যে, গবেষণাভিত্তিক সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের শিক্ষা ও পেশায় উন্নতির ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরআইসির উপ-পরিচালক মো. মাহমুদ হোসেনসহ বিইউবিটির কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যানক, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।