ফিরে দেখা উত্তরা ইউনিভার্সিটির ২০২৪
অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ২০২৪ সাল শুরু করেন উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। করোনা মহামারির ধাক্কা সামলিয়ে শুরু হয় শিক্ষার্থীদের নূতন অধ্যায়ের গল্প। চলতি বছরের মধ্য সময়ে শুরু হওয়া কোটা আন্দোলনের কারণে অ্যাকাডেমিক অস্থিরতার পাশাপাশি শিক্ষার্থীরা সেশনজটের শঙ্কায় পার করেছেন কয়েকটি মাস। আন্দোলনের পরে ফের অ্যাকাডেমিক ও প্রশাসনিক ছন্দে ফিরেছে বিশ্ববিদ্যালয়টি। সারাবছরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়টির দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি।
যাকে হারিয়ে কেঁদেছে বিশ্ববিদ্যালয় পরিবার
৫ ফেব্রুয়ারি দিনটি উত্তরা ইউনিভার্সিটি জন্য দুঃখের দিন ছিল। এই দিনে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক এবং আইকিউএসি, সিআরটি এর পরিচালক প্রফেসর ড. নারায়ন রুদ্র পাল ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের কারণে মারা যান। তার মৃত্যুতে উত্তরা বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে আসে শোকাহত।
সেরা ভর্তি মেলা
চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ভর্তি মেলা। যা চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেক সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি হয়। মেলাটি অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে। মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা।
ভিসির পোস্ট-ডক্টরেট ডিগ্রি অর্জন
উত্তরা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা রাঁচি ইউনিভার্সিটি পোস্ট-ডক্টরেট পেয়েছেন। ডক্টর অব লিটারেচার ড. ইয়াসমিন আরা লেখাকে ৪ এপ্রিল (শুক্রবার) তার অসামান্য অ্যাকাডেমিক অবদানের স্বীকৃতি দিয়ে ভূষিত করে।
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বই মেলা
চলতি বছরের ৯ এপ্রিল উত্তরা ইউনিভার্সিটির রিডিং ক্লাব এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় চারদিনব্যাপী বই মেলার আয়োজন করে। উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন।
ইনফোপিডিয়া পোস্টার প্রতিযোগিতা
উত্তরা বিশ্ববিদ্যালয়ে মাল্টিপারপাস হলে ইংরেজি বিভাগ ইনফোপিডিয়া নামক শিরোনামে একটি প্রাণবন্ত পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে ইংরেজি বিভাগের ৬১ তম এবং ৬২ তম ব্যাচের শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা এবং অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেন। ৩০ এপ্রিল এবং ৪ মে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি জাতিসংঘ এবং দ্বীপ দেশগুলিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়।
ফ্যাশন ডিজাইন এবং মার্চেন্ডাইজিং
উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন টেকনোলজি (এপডিটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং অফিস অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উদ্যোগে এলিমেন্টস অফ ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড মার্চেন্ডাইজিং শিরোনামে একটি কর্মশালার আয়োজন করা হয়।এতে অংশ নেন এফডিটি বিভাগের শিক্ষার্থীরা।
প্রোগ্রামিং কনটেস্ট হোস্টিং
উত্তরা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি (সিএসই) বিভাগের উদ্যোগে ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট ২০২৪ হোস্টিং করা হয়। উত্তরা ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর সহ বেশ কয়েকজন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএইচএম সাইফুল্লাহ সাদী ।
গবেষণা ও প্রকাশনা পুরস্কার
বছরের ১৮ মে উত্তরা বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড সিরিমনি ২০২৩ অনুষ্ঠিত হয়। তিন শতাধিক প্রকাশনা তালিকা থেকে অনুষ্ঠানটি তার অ্যাকাডেমিক পর্যায়ে সর্বোচ্চ প্রভাবের মধ্যে শীর্ষ ৫০ গবেষককে পুরস্কৃত করে। অসামান্য অবদানের জন্য গবেষকদের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেশন এবং পুরস্কার দেয়া হয়।
উরি র্যাঙ্কিংয়ে ঈর্ষণীয় সাফল্য
সুইজারল্যান্ডের ফ্রাঙ্কলিন ইউনিভার্সিটি গত ৭ জুন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশনের চতুর্থ এইচএলইউ কনফারেন্সে ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪ প্রকাশ করে। উরি র্যাংকিংয়ে বিশ্বের সেরা ৩০০ ইনোভেটিভ ইউনিভার্সিটির মধ্যে স্থান পেয়েছে উত্তরা ইউনিভার্সিটি। র্যাংকিংয়ে বিশ্বের ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে উত্তরা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২৭৬তম। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ফর ইনোভেশন ২০২৪-এর রিপোর্ট অনুযায়ী ৩ টি ক্যাটাগরির মধ্যে জায়গায় করে নিয়েছে উত্তরা ইউনিভার্সিটি। শীর্ষ ১০০ ইউনিভার্সিটির মধ্যে উরি র্যাঙ্কিংয়ে স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড এনগেজমেন্টে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ১২তম অবস্থান অর্জন করে। সাপোর্ট ফর গ্লোবাল রেজিলেন্স ক্যাটাগরিতে ১৭তম অবস্থানে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি। ইনফ্রাস্ট্রাকচার ও টেকনোলজি ক্যাটাগরিতে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান ২২তম অবস্থান অর্জন করেছে।
আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণ
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদের জন্য ২০ আগস্ট একটি দোয়া মাহফিলের আয়োজন করে উত্তরা ইউনিভার্সিটি। সেখানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারী।
সিরাত সেমিনার
সিরাতুন্নবি উদ্যাপনের জন্য উত্তরা বিশ্ববিদ্যালয় একটি সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি ১৬ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বক্তারা মহানবী (স) এর জীবনের নীতিমালা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
এইচআর সামিট
এ বছরের ৩০ নভেম্বর (শনিবার) উত্তরা ইউনিভার্সিটি দেশের শীর্ষ স্বনামধন্য ২০টি কোম্পানির মানব সম্পদ বিভাগের কর্মকর্তাদের একত্রিত করে। এদের মধ্যে আছেন ব্যাংক, বিমা, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল এবং কর্পোরেট সহ বিভিন্ন সেক্টরের সিনিয়র এইচআর। এটি ছিল উত্তরা ইউনিভার্সিটির ইতিহাসে সেরা এবং স্মরণীয় অনুষ্ঠান। এতে অংশ গ্রহণ করে ইউনিভার্সিটির চার শতাধিক শিক্ষার্থী।