পুণ্ড্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে-আরা বেগম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এদিন সভার শুরুতে শুরুতে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বার্ষিক প্রতিবেদন-২০২৪ উপস্থাপন করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক এএইচএম গোলাম রসুল খান ও ট্রাস্টের ট্রেজারার মো. জাহেদুর রহমান। এতে চলতি বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন, উপাচার্য কর্তৃক বার্ষিক কর্ম অগ্রগতির প্রতিবেদন এবং বিভাগীয় প্রধানগণ বিভাগ ভিত্তিত প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র, ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মো. মতিউর রহমান, সেক্রেটারি এএইচএম গোলাম রসুল খান, ট্রেজারার মো. জাহেদুর রহমান, বিওটি সদস্য ও দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক লালু, বিওটি সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী।
আরও পড়ুন: ৫৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পকেটে বার্ষিক উদ্বৃত্ত ১ হাজার ২৫০ কোটি টাকা
এছাড়াও সভায় বিওটি সদস্য মো. আব্দুল কাদের, টি.এম. আলী হায়দার, মো. আমিনুল ইসলাম সরকার, মো. নাসিরুন নবী, ফয়জুন নাহার, আয়শা বেগম, শাহজাদী বেগম, প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, মো. সোহরাব আলী খান, মনিরুল মাহতাব তমাল তরু, তৌফিক হোসেন, মোস্তফা নাজমুল পাশা উপস্থিত ছিলেন।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন বিওটি’র উপদেষ্টা ও ইমেরিটাস অধ্যাপক ড. এম. আফজাল হোসেন ও বিওটি’র ভাইস-চেয়ারম্যান ও জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান।
আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় র্যাঙ্কিংয়ের সুপারিশ ইউজিসির
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক মো. আব্দুল হাই চৌধুরী, অধ্যাপক ড. আ.ন.ম. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনসার আলী তালুকদার।
একই সভায় টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছা. গুলনাহার পারভীন, সদস্য মোছা. আমেনা খাতুন, জিফরুন নাহার, মোছা. নাহিদা ইয়াসমিন, পরামর্শক কৃষিবিদ মো. আসাদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) আবু জাহিদ মো. জগলুল পাশা, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, বিওটি সচিব মো. খোরশেদ আলম ও উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মো. জাহেদুল আলমসহ সকল বিভাগীয় প্রধান ও প্রশাসকগণ উপস্থিত থেকে বার্ষিক সাধারণ সভায় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত অবহিত হন।