২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০১

শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ

শিক্ষা সফর একদিকে যেমন সৃষ্টির রহস্য, মানুষ ও প্রকৃতির বিভিন্ন রূপ দর্শন সম্পর্কে জানার সুযোগ তৈরি করে, তেমনি এর মাধ্যমে বিশ্বজ্ঞানও লাভ করা সম্ভব। শিক্ষা সফরের মাধ্যমে বিষয়গুলো সহজে আত্মস্থ হয়ে যায় এবং তা স্মৃতির পাতায় যুগের পর যুগ থেকে যায়। এমনই একটি গুরুত্বপূর্ণ স্মৃতি সংগ্রহের আয়োজন করেছে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ।

শনিবার (২১ ডিসেম্বর) এ সফরের উদ্বোধন করা হয়েছে। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী এ শিক্ষা সফরে সিলেট অঞ্চলের বিভিন্ন শিল্পাঞ্চল এবং দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবে বিভাগটির শিক্ষক–শিক্ষার্থীরা। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর অনুমোদন পায় বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগ। প্রতিষ্ঠার পর থেকে বিভাগটির পক্ষ থেকে এটাই প্রথম পূর্ণাঙ্গ সফর।

বিশ্ববিদ্যালয়টির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. এমদাদুল হকের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ শিক্ষা সফর। এতে বিবিএ প্রোগ্রামের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এছাড়া শিক্ষকদের মধ্যে রয়েছেন মোফরাদ হোসেন, মোছা. তাসলিমা খানম, মো. শহিদুজ্জামান, ইমরান হোসেন এবং মো. শরিফুল ইসলাম। এই সফরের সার্বিক সাফল্য কামনা করেছেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান আলীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

শিক্ষা সফরের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বিভাগের শিক্ষক মোফরাদ হোসেন। তিনি জানান, ক্লাসরুমের বাইরে ব্যবসায় শিক্ষার বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এ ট্যুরের মাধ্যমে জানতে পারবেন। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়গুলোকে আরও বিস্তারিত শেখাতে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ প্রায় নিয়মিতই ইন্টাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করে থাকে। তবে বিভাগ প্রতিষ্ঠা হওয়ার পর এটিই প্রথম পূর্ণাঙ্গ শিক্ষা সফর।