২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৮

১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলনে রানারআপ ইউল্যাব 

১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলনে রানার আপ হয়েছে ইউল্যাব   © সংগৃহীত

১০ম আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ‘ভাষার অস্ত্রায়ণ এবং সামাজিক-রাজনৈতিক পরিবর্তন’ শীর্ষক দু’দিনের সম্মেলন ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। আয়োজনটি পরিচালনা করে ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগ (ডিইএইচ)।  

সম্মেলনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফনান বিনতে হেলাল সেরা প্রবন্ধ পুরস্কার জিতেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফতুন জিনান রানার আপ পুরস্কার অর্জন করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ‘ফ্রডস অব ট্রান্সলেশন চ্যাম্পিয়ন হয়। আর ইউল্যাবের ‘ওয়ার্ডস টু লিভ বাই’ রানার আপ পুরস্কার লাভ করে।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২০ ডিসেম্বর) পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েজ। তিনি বলেন, ‘আপনাদের মতো তরুণ প্রজন্মের মেধা এবং সাহসিকতা আমাদের জাতির অগ্রগতির প্রতীক। জুলাই-আগস্ট আন্দোলনের সময় আপনাদের ভূমিকা আমাদের একটি নতুন দেশ দেখার আশা জাগিয়েছে।’

অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, বোর্ড অব ট্রাস্টির বিশেষ উপদেষ্টা অধ্যাপক শামসাদ মর্তুজা, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুলের ডিন অধ্যাপক কাইসর হক এবং ইংরেজি ও মানবিক বিভাগের প্রধান আরিফা ঘানি রহমান উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানটিতে যোগ দেন। বিজয়ীদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ পুরস্কার দেওয়া হয়েছে।  

আরো পড়ুন: বশেমুরবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট অচল, ভোগান্তি শিক্ষার্থীদের

সম্মেলনের প্রথম দিনে দেশের ৬টি জেলার ২৮টি বিশ্ববিদ্যালয় একাডেমিক প্রবন্ধ উপস্থাপন করে। দ্বিতীয় দিনে ৭টি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষাবিদরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।  

ডিইএইচ আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করেছে। এ বছর প্রবন্ধ উপস্থাপনার অনেকগুলো বিষয়ের মধ্যে সাম্প্রতিক ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব বিশেষভাবে আলোচিত হয়। এ সম্মেলন শিক্ষার্থীদের জন্য শুধু প্রতিযোগিতা নয়, বরং তাদের শিক্ষাগত ও সৃজনশীল দক্ষতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ছিল।