‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ বেকার থাকে না’
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাকরির বাজারে সবচেয়ে বড় সুবিধা হলো- তাদের পেশা জীবন অনিশ্চিত নয়। শুধু রপ্তানি খাতে সিংহভাগ বস্ত্র জোগানোই নয়, দেশের বস্ত্র চাহিদা পূরণের জন্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নানা জায়গায় রয়েছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। অনেকে মনে করেন, বস্ত্র কৌশলীদের চাকরি শুধু টেক্সটাইল মিলগুলোতেই সীমাবদ্ধ।
শুধু টেক্সটাইল মিল নয়, তাদের চাকরির সুযোগ রয়েছে মন্ত্রণালয়, ব্যাংক, কাস্টমস, বিনিয়োগ বোর্ড, বিসিক, বিজিএমইএ, বিজিএম, জুট, রিসার্চ, তুলা উন্নয়ন বোর্ড, রেশম বোর্ড, বিএমবিআই, প্রোডাকশন ম্যানেজমেন্ট, ডিজাইন, টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি ইন্স্যুরেন্স, বায়িং হাউস ইত্যাদি প্রতিষ্ঠানে। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও শুধুমাত্র বস্ত্র প্রকৌশলীদের অপ্রতুলতার কারণে এ পেশায় রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা। হয়তো এসব কারণেই বলা হয়ে থাকে ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ বেকার থাকে না’।
এসব বিষয়কে আমলে নিয়েই গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের টেক্সটাইল বিভাগ দীর্ঘদিন ধরে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বুটেক্সের প্রতিষ্ঠাতা উপাচার্য (সাবেক) অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এই বিভাগ। বর্তমানে তিনি বিভাগটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. নিতাই চন্দ্র সূত্রধর বলেন, গোটা বিশ্ব তো বটেই, বাংলাদেশের প্রেক্ষাপটেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। দেশে যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন, তার অর্ধেক আমরা জোগান দিতে পারছি না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পাস করে যে কেউ খুব সহজে পোশাকশিল্পের কাজে নিজেকে জড়াতে পারেন। অধ্যাপক ড. নিতাই চন্দ্র সূত্রধর ছাড়াও বেশ কয়েকজন পিএইচডি ডিগ্রিধারী ও অভিজ্ঞ শিক্ষক রয়েছেন বিভাগটিতে।
বিদেশে উচ্চশিক্ষা
আন্তর্জাতিক মানের পড়াশোনার জন্য বিদেশে টেক্সটাইলে বিএসসি, এমএসসি ও পিএইচডি করার সুযোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য শীর্ষে এমন উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হলো যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা, ফিলাডেলফিয়া, জর্জিয়া ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড ব্রিস্টল, ইউনিভার্সিটি অব বোল্টন, কানাডার ম্যানিটবা, আলবার্টা ও ম্যাকগিল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি, কোরিয়ার ইনহা ইউনিভার্সিটি, চায়নার উহান ও ডংহুয়া বিশ্ববিদ্যালয়, হংকংয়ের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি।
ক্যারিয়ার কেমন
আধুনিকায়নের সঙ্গে সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের কর্মক্ষেত্র দিন দিন প্রসারিত হচ্ছে এবং বিদেশেও আকর্ষণীয় বেতনে বাংলাদেশি গ্র্যাজুয়েটরা সফলতার সঙ্গে কাজ করছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রও বিস্তর। বিভিন্ন সরকারি-বেসরকারি টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল, ফ্যাব্রিক, ইয়ার্ন মার্কেটিং, মেশিন মার্কেটিং, দেশি-বিদেশি কনসালট্যান্সি, ডেটা অ্যানালাইসিস, কলেজ, আইএফসির মতো বিভিন্ন ডেভেলপমেন্ট সংস্থা, আরএমজি, ফ্যাশন ডিজাইনিং, জুট ও অ্যাগ্রিকালচার ইনস্টিটিউট, সরকারি প্রতিষ্ঠান, ডেনিম, গার্মেন্টস ওয়াশিং, গার্মেন্টস কোম্পানি, দেশি-বিদেশি বায়িং হাউস, শিল্প ঋণ প্রদানকারী সংস্থা, ট্রেডিং হাউস, বিভিন্ন স্পিনিং, নিটিং, উইভিং এবং ডাইং মিল, প্রিন্টিং ছাড়াও ব্যাংকের প্রজেক্ট ফাইন্যান্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ১৫-২৫ হাজার টাকায় চাকরি শুরু করলেও তিন-চার বছর কাজের অভিজ্ঞতা থাকলে বেতন ৫০-৬০ হাজার টাকা হতে পারে।
বাংলাদেশে প্রায় পাঁচ হাজার গার্মেন্টস এবং পাঁচ হাজারের বেশি বস্ত্রশিল্প রয়েছে। প্রায় ৪৫ লাখ লোক শুধু পোশাকশিল্পে কাজ করেন। এ ছাড়া প্রায় ৮৫ হাজার বিদেশি বাংলাদেশে বৈধভাবে কাজ করেন। সুতরাং একটি বিশাল কাজের সুযোগ রয়েছে এ খাতে।ৎ
গ্রিন ইউনিভার্সিটিতে কেন
গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের অনন্য বৈশিষ্ট্য হলো, স্বল্প খরচে আন্তর্জাতিক মানের শিক্ষাদান করা। তা ছাড়া বিভাগটিতে হাতে-কলমে শেখার জন্য পাওয়ার লুম, নিটিং মেশিনসহ ফ্যাব্রিক ল্যাব, স্যাম্পল ড্রায়ার, জিগার, প্যাডরোলার, উইন্স, স্ক্রিন প্রিন্টার, স্যাম্পল ওয়াশিং মেশিনসহ কালারেশন ল্যাব, গার্মেন্টস ল্যাবে স্যাম্পল কাটারসহ আধুনিক সুইং মেশিন, টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবে প্রয়োজনীয় মেশিনারি, ওয়ার্কশপ প্র্যাকটিস, পদার্থ ও রসায়ন ল্যাব, ইঞ্জিনিয়ারিং ড্রইং ও ফ্যাব্রিক ডিজাইন অ্যানালাইসিসের জন্য পৃথক ল্যাব রয়েছে। বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল আলম জানান, গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইলের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন শেষ করার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যায়; যেটা সচরাচর অন্য বিভাগগুলোয় দেখা যায় না।
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী
গ্রিন ইউনিভার্সিটিতে চাকরিরত সব শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু তা-ই নয়, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে সদা সচেষ্ট গ্রিন বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে ফার্স্ট ক্লাসধারী লিখিত, প্রেজেন্টেশন ও ভাইভা পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। শুধু তা-ই নয়, নিয়োগদানের পর তাদের (শিক্ষক) শিক্ষাদান দক্ষতা বৃদ্ধিতে সেমিস্টার জুড়ে (চার মাস) প্রশিক্ষণ দেওয়া হয়। যে ধারা গ্রিন ইউনিভার্সিটি ছাড়া মাত্র দুটি বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে। বিশ্ববিদ্যালয়ে পাঠদান করা প্রবীণ শিক্ষকেরাও তুলনামূলক অধিক যোগ্য ও অভিজ্ঞ।
সুযোগ-সুবিধা
চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটি এবং বেইজিং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুটিতে অগ্রাধিকার ভিত্তিতে পড়ার সুযোগ পাচ্ছেন গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী। এর বাইরেও মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাক, বাইনারি ইউনিভার্সিটি, হোবেই ইউনিভার্সিটি অব টেকনোলজি, চায়না থ্রি জর্জেজ ইউনিভার্সিটি, হোবেই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব রেজিনাসহ যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের নামকরা অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে।
অবকাঠামো ক্ষেত্রে অনন্য সুবিধা পাচ্ছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ জন্য ঢাকার সন্নিকটে পূর্বাচল আমেরিকান সিটির নান্দনিক পরিবেশে স্থায়ী ক্যাম্পাস গড়েছে এই বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসটিতে যেতে রাজধানীর বেশ কয়েকটি পয়েন্ট থেকে নিজস্ব পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।
ভর্তি
নতুন শিক্ষার্থীদের ভর্তিতে টিউশন ফির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ ছাড় দেয় গ্রিন ইউনিভার্সিটি। এ ছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফল ও করপোরেট ও গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়।
যোগাযোগ: গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, পূর্বাচল আমেরিকান সিটি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।