মানারাত ইউনিভার্সিটিতে জুলাই গণহত্যার বিচার নিয়ে সেমিনার অনুষ্ঠিত
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর দ্য ট্রায়াল এট দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাব্যুনাল, বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার আইন বিভাগের উদ্যোগে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, মানবতাবিরোধী অপরাধ ও জুলাই গণহত্যার বিচার, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের প্রতি জনগণের আকাঙ্ক্ষা এবং নির্যাতিতদের পক্ষে ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রাপ্তির কৌশল বিষয়ে আলোচনা হয়। এতে প্রধান আলোচক ছিলেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, বাংলাদেশের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এডভোকেট উদয় তাসমীর।
সেমিনারে অন্যদের মাঝে বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম হাবিব, সহকারী অধ্যাপক আবদুল্লাহিল গণি, ব্যারিস্টার তাসনীম ফেরদৌস এবং সুমাইয়া ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী মো. হাসান মাহমুদ।
সেমিনারে প্রধান আলোচক শাইখ মাহদী জুলাই গণহত্যার মামলাগুলো কেন ইন্টারন্যাশনাল ট্রাইবুনালে করা উচিৎ তার গুরুত্ব তুলে ধরেন এবং ট্রাইবুনালে মামলা দায়ের ও বিচারপ্রক্রিয়ার উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।
অন্যান্য বক্তারা আসামীদের অনুপস্থিতিতে তাদের বিচারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বিচারের আইনী ও রাজনৈতিক দিকের চ্যালেঞ্জগুলোর প্রতি আলোকপাত করেন।
অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণহত্যার বিচার এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের বিভিন্ন অপরাধের বিচার সংক্রান্ত ছাত্রদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, বাংলাদেশের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী।