এআইইউবিতে ইনডোর গেমস ২০২৪ এর উদ্বোধন
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) শুরু হয়েছে দশ দিনব্যাপী ইনডোর গেমস ২০২৪। এআইইউবি অফিস অব স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গেমসের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মিস নাদিয়া আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর ড. মনজুর এইচ খান, প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন, এবং অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদীন। এ ছাড়াও শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেন।
ইনডোর গেমস ২০২৪-এ দাবা, ক্যারাম, বিলিয়ার্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, টেবিল টেনিস, টেনিস, লুডু, হ্যান্ডবল এবং ভলিবলসহ ১১টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ২,৫০০ জন অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, এআইইউবি ইনডোর গেমস শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করতে প্রতিবছর আয়োজিত হয়।