স্টেট ইউনিভার্সিটিতে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে এবং এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী ‘এসইউবি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে এই চাকরি মেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ মেলায় অংশগ্রহণ করে আরএফএল, পার্টেক্স গ্রুপ, ইফাদ গ্রুপ, কাজী ফুড, চালডাল, জেনিক্স ইনফো, হামিম গ্রুপ, স্টার সিনেপ্লেক্স, টেন মিনিট স্কুল, ডাবর, রূপায়ন হাউজিং, ল্যাবএইড, আকিজ বশির গ্রুপ, গ্রামীণ ডানো, স্টেডফাস্ট কুরিয়ার, আইডিসি বিডি পিএলসি, কনফিক্স, ফিউচারন্যাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স, আইইএলটিএস এক্সিলেন্স, গ্লোবাল স্টাডি লিমিটেড, ফার্মাসিয়া, একমি গ্রুপসহ ৫০টিরও অধিক বহুজাতিক কোম্পানি। কোম্পানিগুলো তাদের স্টলে চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে। দিনব্যাপী মেলায় প্রায় ৫ হাজারেরও বেশি জীবনবৃত্তান্ত জমা পড়ে। চাকরি প্রার্থীরা সরাসরি স্টলে গিয়ে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে জমা দেওয়ার সুযোগও পান।
মেলার শুরুতে চাকরি প্রার্থীদের জন্য আয়োজন করা হয় ক্যারিয়ার সেশন ও সিভি ওয়ার্কশপ। ক্যারিয়ার সেশনের মূল বক্তা ছিলেন দেশের প্রখ্যাত কর্পোরেট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গাংচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল। সিভি ওয়ার্কশপ পরিচালনা করেন কর্পোরেট আস্ক-এর সিইও নিয়াজ আহমেদ, যেখানে সিভি রাইটিং এবং ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ক্যারিয়ার সেশনের অংশ হিসেবে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়, যার বিষয় ছিল “বিকশিত চাকরির বাজারে নিয়োগকর্তাদের প্রত্যাশা ও বাংলাদেশ ২.০”। আলোচনায় অংশগ্রহণ করেন কালিয়ার রেপ্লিকা লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার সাকিল আহমেদ সিদ্দিক, হা-মীম গ্রুপের এইচআর ম্যানেজার উম্মে আফিয়া আক্তার, মাই জবস-এর সিইও মোঃ কামরুজ্জামান সবুজ, কনফিডেন্স গ্রুপের এইচআর লিড হুমায়ুন রশীদ, স্টার সিনেপ্লেক্সের এইচআর ও অ্যাডমিন প্রধান লায়লা নাজনীন এবং এডিবি-এর সিনিয়র কনসালটেন্ট ও সনদের প্রতিষ্ঠাতা সাইদুজ্জামান শামীম।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. নাওজিয়া ইয়াসমিন। তিনি বলেন, “স্টেট ইউনিভার্সিটির এমন আয়োজনে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে দেখে আমরা গর্বিত। এটি আমাদের প্রথম আয়োজন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে চাকরি প্রত্যাশীদের পাশে থাকব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হাসান কাউসার। তিনি বলেন, চাকরি মেলার মূল লক্ষ্য ছিল চাকরিপ্রার্থী এবং নিয়োগকর্তাদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা, যা ভবিষ্যতে চাকরি প্রার্থীদের কাঙ্ক্ষিত কর্মসংস্থান পেতে সহায়ক হবে।
দিনব্যাপী মেলার শেষ পর্বে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. নাওজিয়া ইয়াসমিন।
উল্লেখ্য, চাকরি মেলার টাইটেল স্পন্সর ছিল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার এবং পাওয়ার্ড বাই স্পন্সর ছিল “দ্য নিউজ”।