গবেষণায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একসঙ্গে কাজ করা দরকার
গবেষণার ক্ষেত্রে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় ৫০ বছর এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রিন্সটন ইউনিভার্সিটির ইউজিন হিগিন্স প্রফেসর অফ ফিজিক্স এবং আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেস (প্রিন্সটন ইউনিভার্সিটি, এএএএন্ডএস প্রোফাইল) এর ফেলো অধ্যাপক এম জাহিদ হাসান।
রবিবার (০১ ডিসেম্বর) দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) 'রিসার্চ অ্যান্ড ইনোভেশন উইক' আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ইউআইইউ'র সপ্তাহব্যাপী এ আয়োজনে গবেষণা কর্মশালার পাশাপাশি একটি গবেষণা ও উদ্ভাবন রাখা হয়েছে। এতে নতুন গবেষকদের আকৃষ্ট এবং ইন্ড্রাস্টি-অ্যাকাডেমিয়া সহযোগিতার সুবিধার্থে শিল্প অন্তর্দৃষ্টি অন্তর্ভুক্ত করার প্রত্যয় জানিয়েছে ইউআইইউ।
বক্তব্যের শুরুতে অধ্যাপক এম জাহিদ হাসান প্রযুক্তির আদি পরিবর্তন থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির নানা পরিবর্তন তুলে ধরেন। তিনি বলেন, এ পরিবর্তন একটি আরেকটির সাথে জড়িত। শুরুর দিকে মানুষকে শারীরিক শক্তির ওপর নির্ভরশীল থাকতে হলেও শিল্প বিপ্লব পরবর্তী সময়ে এটি 'ব্রেইন পাওয়ার'-এর ওপর পরিবর্তিত হয়।
গুণী এই বিজ্ঞানীর গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে, 'কোয়ান্টাম ফিজিক্স অব মিউট কোয়ান্টাম ট্যাং', 'ডোয়ার্ভেন ফেনোমেনা', 'টাপালিনিয়াকা কোয়ার্টাম স্ক্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং' এবং 'নোবেল প্রোস অব ট্যাপিং অ্যান্ড কমেলটেড কোয়ার্টামঅ্যান্ড ইক্সোটিক সুপারকন্ডাক্টারস।’
আরও পড়ুন: এমআইটি-হার্ভার্ডের মতো গবেষণাগারের সুযোগ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে
আমাদের উৎস 'কোয়ান্টাম' থেকে জানিয়ে অধ্যাপক এম জাহিদ হাসান বলেন, আগামীর বিশ্বের অন্যতম শক্তিশালী বিষয় হবে কোয়ান্টাম প্রযুক্তি। মানবজীবন এবং তার গঠন কোয়ান্টাম থেকে। এটি প্রযুক্তিতে পরিবর্তিত হওয়ার পর, প্রযুক্তিকেও শক্তিশালী করেছে।
মানুষ প্রকৃতি থেকে উদ্ভাবনের বিষয়গুলো আয়ত্ত করেছে জানিয়ে তিনি উদাহরণ দিয়ে বলেন, পাখির বাতাসে চলাচলের মডেল অনুসরণ করে বিমানের মডেল ডিজাইন করা হয়েছে এবং এটি পাখির তুলনায় ১০ হাজার গুণ বেশি দ্রুত সময়ে চলতে পারছে।
'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' এবং কোয়ান্টাম প্রযুক্তি নানা বিষয় তুলে ধরে অধ্যাপক হাসান বলেন, আমরা পদার্থবিদরা বিবর্তন তত্ত্বের মূল বিষয়গুলো দেখার চেষ্টা করছি।
ভবিষ্যতের সুপার ইন্টেলিজেন্স এবং একাকিত্বের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, 'এআই' গবেষণা পর্যাপ্ত বুদ্ধিমান সফ্টওয়্যার তৈরি করেছে, এটি পুনঃপ্রোগ্রাম করতেও সক্ষম হতে পারে। পাশাপাশি মানবিকতা অব্যাহত রেখে নৈতিক এবং মৌলিক প্রাযুক্তিক ব্যবহার নিশ্চিতের আহ্বান জানান।
আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানি গবেষণার বাতিঘর ইউআইইউ’র সেন্টার ফর এনার্জি রিসার্চ
বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরে গুনী এই শিক্ষক বলেন, বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ৫০ বছর এগিয়ে রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায়।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এআই, কোয়ান্টাম কম্পিউটিংসহ নব সব প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে বলেও জানান তিনি। এছাড়াও তিনি তরুণদের দক্ষতার উন্নয়নে করণীয় নিয়ে পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ’র ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের (আইরিক) পরিচালক অধ্যাপক ড. খন্দকার আবদুল্লাহ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ইমেরিটাস এম রিজওয়ান খান। এ সময় তিনি আগামী প্রযুক্তির বিরূপ প্রভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া বলেন, নতুন প্রযুক্তিগুলোর সাথে আমাদের সংযুক্তি বাড়াতে হবে। ইউআইইউ উদ্ভাবনে জোর দিচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা দেশ এবং মানবজাতির জন্য কল্যাণকর কাজ করতে চাই। সেজন্য আমরা গবেষণা বাড়াতে কাজ করছি।