২৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৯

প্রথম আলো-ডেইলি স্টার ‘পুড়িয়ে’ নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ

বিক্ষোভ  © টিডিসি ফটো

দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার পুড়িয়ে বিক্ষোভ করেছেন বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) একদল শিক্ষার্থী। সোমবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এ বিক্ষোভ শুরু করেন তারা। এরপর শিক্ষার্থীরা পাশ্ববর্তী যমুনা ফিউচার পার্কের সামনে দৈনিকগুলোর ছাপা কাগজ পুড়িয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনে থাকা শিক্ষার্থীরা দৈনিক প্রথম আলো এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন এবং স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ তুলে এ বিক্ষোভ করেন। পাশাপাশি তারা এটি বন্ধের আহ্বানও জানান। 

আন্দোলনে থাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থী আহসানুল রাফি জানান, বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বুদ্ধিবৃত্তিক বয়ান বিনির্মানের নেপথ্যে থাকা জাতীয় দৈনিক গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার খেদাও আন্দোলনের সাথে আমরা সংহতি জ্ঞাপন করছি এবং একইসাথে গতকাল প্রথম আলো কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। 

এছাড়াও গতকালের আন্দোলনকে ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ দাবি করে তিনি বলেন, পুলিশকে এই হামলার অধিকার কে দিয়েছে-এ বিষয়ে অন্তবর্তী সরকারকে খতিয়ে দেখার আহবান জানাচ্ছি।

একই দাবি জানিয়েছেন এনএসইউর ইসিই বিভাগের শিক্ষার্থী মো. সাদিক ইসলাম এবং ইমতিয়াজ জোহাও। তারাও প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তোলেন এবং এটি বন্ধের দাবি জানান।