১৬ নভেম্বর ২০২৪, ২২:৩৩

ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ পেলেন নর্থ সাউথের আবদুর রহমান

মো. আব্দুর রহমান  © টিডিসি ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র মো. আব্দুর রহমান ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ অর্জন করেছেন। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া গ্রামের মো. আব্দুর আলীমের ছেলে। এটি মূলত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ পরিচালনা করে।

ডিএলএ পাইপার বিশ্বের শীর্ষস্থানীয় আইন সেবাদানকারী প্রতিষ্ঠান, যা ৪০টিরও বেশি দেশে কাজ করে। তাদের গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রামটি আইনের শিক্ষার্থীদের জন্য একটি সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তি, যা মেধা, নেতৃত্বের গুণাবলি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়।

এই স্কলারশিপ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষা জীবনের শেষ দুই বছরের যাবতীয় খরচ, যেমন শিক্ষাগত ব্যয়, বিদেশে ভ্রমণ, চিকিৎসা সেবা এবং অন্যান্য একাডেমিক খরচ বহন করে। বৃত্তিপ্রাপ্তরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লিডারশিপ ডেভেলপমেন্ট কোর্সে অংশ নিয়ে তাদের নেতৃত্বের দক্ষতা আরও উন্নত করতে পারেন।

এই স্কলারশিপ অর্জন করতে হলে শিক্ষার্থীদের আইনের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শন করতে হয় এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ৫ শতাংশ শিক্ষার্থীদের মধ্যে থাকতে হয়। এছাড়া, পাঠক্রম বহির্ভূত কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণ এবং মেধা ও নেতৃত্বের গুণাবলি থাকা অপরিহার্য।

এই বিষয়ে মো. আব্দুর রহমান তার অনুভূতি প্রকাশ করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সব প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং প্রতিটি পরিস্থিতিতে অটল সমর্থনের জন্য আমি আমার পরিবারের কাছে গভীর কৃতজ্ঞতা জানাই। তাদের উপস্থিতি এবং উৎসাহ আমাকে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করেছে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই, যারা আমার শিক্ষাজীবনকে সমৃদ্ধ করেছেন এবং আমাকে পরিপূর্ণভাবে তৈরি করতে সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, গ্রামে বড় হতে হতে, আমি দেখেছি কত মানুষ ন্যায়বিচার পায় না, কারণ তাদের কাছে সঠিক সহায়তা বা আইনের সঠিক অ্যাক্সেস ছিল না। এই স্কলারশিপ আমাকে সেই পরিস্থিতি পরিবর্তন করার সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে আমি দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় সম্পদ পেয়ে সবচেয়ে অসহায় মানুষদের জন্য আইনি সহায়তা নিশ্চিত করতে কাজ করতে পারব। এটি একটি বড় দায়িত্ব, তবে একই সঙ্গে একটি বিশাল সুযোগ। আমি বিশ্বাস করি, ন্যায়বিচার এবং সমতা সবার অধিকার। এখন আমি আমার কমিউনিটি এবং তার বাইরেও অসহায় মানুষদের জন্য কাজ করতে আরও প্রস্তুত মনে করছি।

ডিএলএ পাইপার গ্লোবাল স্কলারশিপ প্রোগ্রামটি উচ্চ মেধাসম্পন্ন এবং সম্প্রদায় বা বৃহত্তর বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবাচক শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ।