১৬ নভেম্বর ২০২৪, ০৯:১৪

গ্লোবাল সুপার লিগ ও বিপিএলে রংপুর রাইডার্সের পার্টনার ইউনিভার্সিটি অব স্কলার্স

রংপুর রাইডার্সের পার্টনার ইউনিভার্সিটি অব স্কলার্স  © টিডিসি সম্পাদিত

গায়ানাতে অনুষ্ঠিতব্য গ্লোবাল সুপার লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে রংপুর রাইডার্স। আর রাইডার্সদের এ যাত্রায় পাশে থাকছে ঢাকার অন্যতম বেসরকারি উচ্চশিক্ষালয় ইউনিভার্সিটি অব স্কলার্স। একইভাবে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দলটির জার্সিতে শোভা পাবে স্কলার্সের লোগো। 

গত কয়েক বছর ধরেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার ক্ষেত্রে ব্যতিক্রমী এক ভূমিকায় দেখা যাচ্ছে ইউনিভার্সিটি অব স্কলার্সকে। স্পন্সর ছাড়াও খেলোয়াড়দের নিয়ে নানা আয়োজন করতে দেখা যায় বিশ্ববিদ্যালয়টিকে। 

ইউনিভার্সিটি অব স্কলার্সের চিফ কোঅর্ডিনেটিং অফিসার (সিসিও) ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আব্দুল হাসিব সিদ্দিক বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্রীড়াঙ্গনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি দেখবেন, বিশ্বব্যাপীই বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর মাধ্যমে জাতীয় পর্যায়ের অনেক বড় বড় তারকা উঠে আসে। শ্রীলঙ্কায় সাঙ্গাকারা ও জয়বর্ধনের মতো নামকরা খেলোয়াড় তৈরি হয়েছে ইউনিভার্সিটি টিম থেকে। আমরাও চাই, ইউনিভার্সিটি অব স্কলার্সের একটি টিম বড় বড় লিগে অংশ নেবে। সে উদ্যোগের অংশ হিসেবেই ইউনিভার্সিটি অব স্কলার্স ক্রীড়াঙ্গনের সঙ্গে একটি সেতুবন্ধনের পথে হাঁটছে। 

ইউনিভার্সিটি অব স্কলার্স স্পোর্টস ক্লাবের সভাপতি মো. ইশতিয়াক ইয়াকুব সোহাগ বলেন, বর্তমানে আমাদের স্পোর্টস ক্লাবে ৯০ জনের বেশি সদস্য রয়েছেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য স্পোর্টস-এর ক্ষেত্রেও আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বোর্ড অব ট্রাস্টিজসহ গোটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ক্রীড়াঙ্গনের প্রতি বেশ ইতিবাচক। স্পোর্টসে ক্যারিয়ায় করতে গেলে অনেক সময় পড়ালেখায় গ্যাপ তৈরি হয়, এ গ্যাপ রিকভারের ক্ষেত্রে ইউনিভার্সিটি অব স্কলার্সে বেশ সাপোর্টিভ পলিসি রয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ের খেলাধুলায়ও আমাদের ইউনিভার্সিটি বেশ সরব, যা আমাদের অনুপ্রাণিত করে।