নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইউআইইউ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ফল-২০২৪ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ৫ নভেম্বর) বিকালে ইউআইইউ খেলার মাঠে এটি অনুষ্ঠিত হয়। স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার।
প্রধান অতিথি বলেন, সফলতার জন্য পরিশ্রমের কোন বিকল্প নাই। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া, মনোযোগ সহকারে ক্লাস করা এবং পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা অর্জন করতে হবে। সবকিছুর সামঞ্জস্য বজায় রেখে নিয়মিত পরিশ্রম করলে নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করে। মানসম্পন্ন ল্যাব থেকে ক্লাসরুম সবটাই এখানে পাওয়া যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মুক্তচিন্তার হয়েও গড়ে উঠতে হবে।
এ সময় তিনি যৌন হয়রানির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতিসহ অ্যাকাডেমিক নিয়মাবলি তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে ইউআইইউ’র একজন প্রাক্তন শিক্ষার্থী রবি অজিয়াটা পিএলসি’র সিনিয়র ম্যানেজার (গভর্নমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস) জনাব মো. মাহতাব উদ্দিন; এক জন অভিভাবক এবং একজন নবাগত শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
ইউআইইউ ক্যালচারাল ক্লাব দ্বারা একটি সাংস্কৃতিক পরিবেশনের মধ্যে দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শেষ হয়। নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।