১৫ নভেম্বর ২০২৪, ০১:৩৮

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বিইউবিটিতে ফ্রি ডায়াবেটিস স্ক্রিনিং ক্যাম্পেইন

ডায়াবেটিস স্ক্রিনিং   © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব ও সংস্করণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে ২৫০ জনের ডায়াবেটিস স্ক্রিনিং (পরীক্ষা) করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

ক্যাম্পেইনটি উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির সিনিয়র মেডিক্যাল অফিসার মো. দেলোয়ার হোসেন (এমবিবিএস-এমডি, ইউএসএসআর), শারমিন আক্তার (নার্স) উপস্থিত ছিলেন।  

সংস্করণ ফাউন্ডেশনের জানায়, ‘ডায়াবেটিসের সমস্যার আমাদের অনেকের মধ্যেই আছে কিন্তু এ বিষয়ে আমরা সচেতন না; তাই বিশ্ব ডায়াবেটিকস দিবস উপলক্ষ্যে ডায়াবেটিস চেকআপ করার পরিকল্পনা বাস্তবায়ন করেছি।’

বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব জানায় ‘আমরা ছাত্র-ছাত্রীদের মাঝে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রোগ্রাম পরিকল্পনা বাস্তবায়ন করেছি।’